বাংলা দেখা না গেলে

রেজি নং-ডিএ-৯১১, ঢাকা ০৫ জু ২০২৩, সোমবার। অনলাইন সংখ্যা: ২৮৭২

আদালতে আত্মসমর্পণ করলেন বিএনপি নেতা চাঁদ

আদালতে আত্মসমর্পণ করলেন বিএনপি নেতা চাঁদ

২৫ মে ২০২৩, ১২:৩০, বৃস্পতিবার ।

পথযাত্রা রিপোর্ট ।।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আদালতে আত্মসমর্পণ করেছেন।


বৃহস্পতিবার সকালে রাজশাহী আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  

এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরই রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে।

***পথযাত্রায় প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মন্তব্য লিখুন

রাজনীতি বিভাগের সর্বশেষ সংবাদ

রাজনীতি এর সব খবর >>