পথযাত্রা রিপোর্ট ।।
নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের উপবিজ্ঞান তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক সাইদুর রহমান ওরফে ভাসানীকে (২৩) হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষরা।
আহত ছাত্রলীগ নেতা বলিয়াবাড়ি গ্রামের কৃষক সিরাজুল ইসলাম কাচুর ছেলে। তিনি নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার রাত সাড়ে ৭টায় উপজেলার কলম ইউনিয়নের নূরপুর বাজারে ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ঈদের দিন একটি অনুষ্ঠানে অতিথি না করায় উপজেলার কলম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য এমদাদুল হক বাবলু মিয়াকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকজন। এর পর থেকেই আওয়ামী লীগ নেতা এমদাদুল হক বাবলু মিয়া ও কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুর মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই প্রতিশোধ নিতে শুক্রবার রাতে চেয়ারম্যানের অনুসারী ছাত্রলীগ নেতা সাইদুর রহমান ওরফে ভাসানীকে নূরপুর বাজারে একা পেয়ে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ আ.লীগ নেতা এমদাদুল হক বাবলুর লোকজন। পরে রাত ৯টায় আহতাবস্থায় সাইদুর রহমান ওরফে ভাসানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ইসলাম জুয়েল বলেন, ছাত্রলীগ নেতার ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, আহত ছাত্রলীগ নেতা তার অনুসারী। তাই তাকে একা পেয়ে হাতুড়ি পেটাসহ বেধড়ক পিটুনি দিয়েছে প্রতিপক্ষ বাবলুর লোকজন।
তবে আ. লীগ নেতা এমদাদুল হক ওরফে বাবলু মিয়ার দাবি, তার লোকজন ছাত্রলীগ নেতাকে মারধরের সঙ্গে জড়িত নন। বরং বন্ধুদের সঙ্গে গাঁজা খাওয়া নিয়ে নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তার লোকজনের ওপর দোষ চাপাচ্ছে। আর গত রাতে নূরপুর বাজারে তার অনুসারীর তিনটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে নূরপুর বাজারে ওই ছেলেটিকে একা পেয়ে প্রতিপক্ষরা মারধর করেছে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
***পথযাত্রায় প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।