বাংলা দেখা না গেলে

রেজি নং-ডিএ-৯১১, ঢাকা ০৫ জু ২০২৩, সোমবার। অনলাইন সংখ্যা: ২৮৭২

সংবাদ সম্মেলনে চাঁদ ইস্যুতে কথা বললেন না রিজভী

সংবাদ সম্মেলনে চাঁদ ইস্যুতে কথা বললেন না রিজভী

২৫ মে ২০২৩, ১৪:২২, বৃস্পতিবার ।

পথযাত্রা রিপোর্ট ।।

রাজশাহীতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় চাঁদ ইস্যুতে তিনি কোনো মন্তব্য করেননি।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় রাজশাহী জেলা বিএনপির অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈষা, সদস্য সচিব মামুনুর রশিদসহ জেলা ও মাহানগর বিএনপির নেতাকর্মীরা।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, যখন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। জাতীয় সংসদে দাঁড়িয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তখন তো কোনো কথা ওঠেনি। এ কারণে চাঁদ ইস্যুতে কোনো কথা বলতে পারব না।

তিনি আরও বলেন, আমাদের দলের এত নেতাকর্মীদের গ্রেপ্তার কেন। সারাদেশে ৬৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার ভয় পেয়েছে। তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই তারা অস্ত্রের ভাষায় কথা বলছে।

***পথযাত্রায় প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মন্তব্য লিখুন

রাজনীতি বিভাগের সর্বশেষ সংবাদ

রাজনীতি এর সব খবর >>