পথযাত্রা ডেস্ক ।।
বিমানের লাগেজ ভাড়া যাতে দিতে না হয় তাই, এক অদ্ভূত কাণ্ড করলেন এক নারী। নিজের ব্যাগের ওজন বিমানের নির্ধারিত মাত্রায় রাখতে তিনি প্রয়োজনের অতিরিক্ত অনেক পোশাক পরেছিলেন। যার ওজন ছিল সাড়ে পাঁচ কেজিরও বেশি।
তবে শেষ রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার ওই নারীর। বিমান কর্তৃপক্ষ তবুও তাকে জরিমানা করেছে।
মেলবোর্ন থেকে নিজের শহর অ্যাডিলেইডে যাচ্ছিলেন ১৯ বছর বয়সী ওই নারী যাত্রী। যখন তিনি দেখলেন তার লাগেজের ওজন সাত কেজির বেশি হয়ে যাচ্ছে। তখন সিদ্ধান্ত নিলেন অতিরিক্ত ভাড়া এড়াতে বাড়তি কাপড়গুলো পরে নিবেন। পরনের কাপড়েরতো আর আলাদা ফি দেওয়ার দরকার হবে না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই নারী টি-শার্ট, জ্যাকেট, জাম্পার ও ট্রাউজারসহ প্রায় ছয় কেজি ওজনের কাপড় পড়েন।
ওই নারী নিজেই জানিয়েছেন, এতো কাপড় পরার কারণ। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম শুধু আমাদের ব্যাগের ওজন পরিমাপ করা হবে। সেই ভাবনা থেকে জ্যাকেট আর কোটগুলো পরে নিতে থাকি।’ ‘অনেকেই আমাদের দেখে হাসতে শুরু করে। এটা ছিল বিব্রতকর।’
তবে এতো কাপড় গায়ে পরার পরও তাদের লাগেজের ওজন এক কেজি বেশি হওয়ায় ৬৫ ডলার জরিমানা করা হয়।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
***পথযাত্রায় প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।