বাংলা দেখা না গেলে

রেজি নং-ডিএ-৯১১, ঢাকা ০৫ জু ২০২৩, সোমবার। অনলাইন সংখ্যা: ২৮৭২

সিলেট সিটি নির্বাচন : ৫ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেট সিটি নির্বাচন : ৫ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

২৫ মে ২০২৩, ১৪:২৬, বৃস্পতিবার ।

পথযাত্রা রিপোর্ট ।।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হওয়া সবাই স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (২৫ মে) সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিটি নির্বাচনের মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আবদুল মান্নান খান, জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির জানান, সম্পদের হিসাবে গড়মিল, আয়কর রিটার্ন দাখিলের কাগজ জমা না দেওয়া, মনোনয়নপত্রের সঙ্গে সমর্থক হিসেবে দেওয়া ব্যক্তিদের নাম ভোটার তালিকায় না থাকাসহ কয়েকটি কারণে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তারা আগামী তিন দিনের মধ্যে এ ব্যাপারে আপিল করতে পারবেন। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়পত্র জমা দেন। এদের মধ্যে বাকি ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ২১ জুন ইভিএমে ভোটগ্রহণ হবে।

***পথযাত্রায় প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মন্তব্য লিখুন

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ

জাতীয় এর সব খবর >>