বাংলা দেখা না গেলে

রেজি নং-ডিএ-৯১১, ঢাকা ০৫ জু ২০২৩, সোমবার। অনলাইন সংখ্যা: ২৮৭২

‘ইভিএমে সমস্যা হয়েছে এরকম কোনো ঘটনা নেই’

‘ইভিএমে সমস্যা হয়েছে এরকম কোনো ঘটনা নেই’

২৫ মে ২০২৩, ১২:৩৬, বৃস্পতিবার ।

পথযাত্রা রিপোর্ট ।।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ‘এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ৫০টি সেন্টার পরিদর্শন করা হয়েছে। কোনো কেন্দ্রে ভোটার ভোট না দিয়ে ফেরত গেছেন বা ইভিএমে সমস্যা হয়েছে এরকম কোনো ঘটনা নেই।সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও এখন অনেক বেড়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। কোথাও আইনশৃংখলা অবনতির কোনো অভিযোগ কোনো প্রার্থী দেয়নি।’ 

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার গাজীপুর মহানগরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি। 


এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান, গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত একজন মানুষও আমাদের কাছে ইভিএমের ত্রুটি নিয়ে অভিযোগ করেননি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সেটি আরও পরে জানা যাবে।’ 

এদিকে ওই একই কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে পরিদর্শনে আসেন শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। আমি আশাবাদী ভালো নির্বাচন হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব অনুযায়ী সতস্ফুর্তভাবে কাজ করছে, যার ফল আপনারা কেন্দ্রে কেন্দ্রে দেখছেন। আশা করছি সারাদিন ভোট শেষে ভোটাররা এবং দেশবাসী সন্তুষ্ট হবেন।’ 

***পথযাত্রায় প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মন্তব্য লিখুন

জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ

জাতীয় এর সব খবর >>